নাসির উদ্দিন টিটু: মতিঝিল থানায় দায়ের করা প্রতারণা মামলায় ‘সারেগামাপা’ খ্যাত কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে একদিনের রিমান্ডে নেয়া হয়েছে। ২০ মে শনিবার বিকেলে আদালত একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।
এর আগে, প্রতারণা মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আদালতে হাজির করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে তিনদিনের রিমান্ড চাওয়া হয়। এর প্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।
আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর অনুষ্ঠানে পারফরমেন্সের জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা নেয়ার পর অনুষ্ঠানের যোগদান না করায় ১৭ মে বিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার বিরুদ্ধে মামলা করে। মামলায় শনিবার সকালে নোবেলকে গ্রেফতার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available