লক্ষ্মীপুর (উত্তর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাইজ উদ্দিন (৪০) ও আবু খাঁ (৪৬) নামে দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে সাইজ উদ্দিন স্পেন প্রবাসী ছিলেন এবং আগামী দুদিন পরেই তার ফ্লাইট হওয়ার কথা ছিল।
এ সময় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৭ এপ্রিল সোমবার বিকেলে এ ঘটনার জেরে কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ২নং চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই গ্রুপের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়।
এ ঘটনার জের ধরে বিকেলে ফারুক কবিরাজের ভাই মেহেদী কবিরাজের নেতৃত্বে কয়েকজন শামীমের সমর্থক আবু খাঁ ও সাইজ উদ্দিনকে খাসেরহাট বাজারের নতুন ব্রিজের পাশ থেকে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বেদম মারধর করে। পরে তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় বিএনপি কর্মী নজরুল কবিরাজ, হানিফ দেওয়ান, জসিম উদ্দিনসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক। অন্য আহতদের লক্ষ্মীপুর ও রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে চরবংশী এলাকায় থমথমে অবস্থা বিরাজমান।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সালেহ আহমেদ বলেন, নানা অপরাধে গত ২১ ডিসেম্বর ২নং চরবংশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলসহ সকল অঙ্গসংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়। উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাইজ উদ্দিন ও আবু খাঁ মারা গেছে। বেশ কয়েকজন আহত হয়েছে। বাড়িঘর ভাঙচুর করার খবর শুনেছি। বিষয়টি খতয়ে দেখা হচ্ছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কমলাশীষ বলেন, হাসপাতালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন মারা যায় এবং কয়েকজন আহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আপাতত পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available