• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা বৈশাখ ১৪৩২ রাত ১১:১৩:০৭ (17-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা বৈশাখ ১৪৩২ রাত ১১:১৩:০৭ (17-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত গণিছড়া খাল পুনঃখননের উদ্যোগ নিল বিএনপি

৯ এপ্রিল ২০২৫ সকাল ১১:১২:৫০

শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত গণিছড়া খাল পুনঃখননের উদ্যোগ নিল বিএনপি

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের প্রায় সাড়ে তিনশ’ পরিবারের জীবন-জীবিকা নিশ্চিতে এবার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে রাঙামাটি জেলা বিএনপি। প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ গণিছড়া খালটি রাঙামাটি জেলা বিএনপির তত্ত্বাবধানে খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৮ এপ্রিল মঙ্গলবার ফারুয়া সফরে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় শেষে ফারুয়ার বহুল পরিচিত গণিছড়া খাল খননকাজের উদ্বোধন করেছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।

এর আগে ফারুয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় মিলিত হন রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

১৯৮০ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্থানীয় সেনাবাহিনীর মাধ্যমে ফারুয়াবাসীর দুর্ভোগের বিষয়টি জানতে পেরে কৃষি বিপ্লবের ঘটনানোর প্রত্যয়ে প্রত্যন্ত ফারুয়ায় সরেজমিনে গিয়ে গণি খাল খনন করে প্রায় সাড়ে তিনশ’একর জমি আবাদের আওতায় এনেছিলেন। এতে করে ফারুয়াবাসী তাদের খাদ্য সংকট কাটিয়ে ব্যাপকহারে ফসল উৎপাদনের সুযোগ পায়। যা দুর্গম পাহাড়ের সবুজ বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। সম্প্রতি বিষয়টি জানতে পেরে রাঙামাটি জেলা বিএনপির পক্ষ থেকে উক্ত ফারুয়ার গণি খাল খননের উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দীর্ঘ ৪৫ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত গণি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল আলী, নিজাম উদ্দিন, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক এসএম শফিউল আযম, শফিকুল ইসলাম চৌধুরী, দেবজ্যাতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমা রিংকু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, কৃষকদলের সভাপতি অলকপ্রিয় রিংকু, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু, জাসাস সেক্রেটারি পথন চাকমা, বিলাইছড়ি কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেন, বিলাইছড়ি বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির, ফারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা, সেক্রেটারি জাফর আহম্মেদ, রাজস্থলী বিএনপির সাংগঠনিক মো. বাবুল, ফারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামশু তঞ্চঙ্গ্যাসহ, জেলা বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও ফারুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, স্থানীয় বাসিন্দারা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফারুয়াবাসীর জীবন মানোন্নয়নে খাল খনন করে যে কৃষি বিপ্লবের সূত্রপাত ঘটিয়েছিলেন, তার সুফল এখনো ভোগ করছে ফারুয়াবাসী। কৃষি ও কৃষকবান্ধব জিয়া সবুজ বিপ্লবের মাধ্যমে দুর্গম পাহাড়ের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন সেটি এখনো ফারুয়াবাসী মনে রেখেছে বলেও জানিয়েছেন ফারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ