• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩২ ভোর ০৪:৪৩:০২ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩২ ভোর ০৪:৪৩:০২ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

যুবদল কর্মীর মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

৯ এপ্রিল ২০২৫ রাত ০৮:৫৩:৪৯

যুবদল কর্মীর মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় বিএনপির প্রচার-প্রচারণায় বাধা ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক স ম কবিরুল ইসলাম সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

৯ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি চুকনাগর গ্রামের মৃত সাজ্জাত সরদারের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৪ জুন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক জেলা ছাত্র দলের সহসভাপতি অ্যাডভোকেট মমিনুর রহমানের পক্ষে বিএনপির নেতাকর্মীরা উপজেলার রুদাঘরা গ্রাম এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান প্রার্থী গাজী এজাজ আহম্মেদের পক্ষের লোকজন তাদের প্রচারে বাধা দেয় এবং প্রতিপক্ষের লোকদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় গত ১৯ ফ্রেরুয়ারি উপজেলার রুদারাঘরা ইউনিয়ন যুবদল কর্মী জি এম আশিক ইকবাল বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১৫০ জনের নামে থানায় একটি মামলা করেন।

ডুমুরিয়া থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাসুদ রানা বলেন, উপজেলার রুদাঘরা ইউনিয়নে বিএনপি নেতার নির্বাচনী প্রচারে বাধা ও তাঁর কর্মীর ওপর হামলার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে স ম কবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে তাঁকে আদালতে সোর্প করা হয়। এই মামলায় ইতোমোধ্য আরও সাতজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ