কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কেরাণীগঞ্জ প্রেসক্লাব।
৯ এপ্রিল বুধবার দুপুরে কেরাণীগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেয় কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, সহ সভাপতি মিয়া আব্দুল হান্নান, সাবেক সভাপতি মো মজিবর রহমান, সহ সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ শামসুল ইসলাম সনেট, দপ্তর সম্পাদক ইমরুল কায়েশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপন উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মো. সাঈদ, কার্যনির্বাহী মো. আরিফ সম্রাট, আবুবকর, ইস্পাহানি, সোলাইমান, ইব্রাহিম, আসিফ, হাজী কাউসার আহমেদ প্রমুখ ।
মানববন্ধনে থেকে বক্তারা বলেন, অনতিবিলম্বে গাজায় ফিলিস্তিনি মুসলমানদের উপর সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি। বাংলাদেশ থেকে যেন ইসরাইলি পণ্য আমদানি ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে সাধারণ মানুষকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।
এ সময় ‘গাজার পাশে দাঁড়াও’, ‘ইসরাইলি পণ্য বর্জন করো’, ‘নিরীহ মানুষ হত্যার বিচার চাই’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয় মানববন্ধন প্রাঙ্গণ।
কেরাণীগঞ্জ প্রেসক্লাবের এই কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা জানান, এই আন্দোলন শুধু কেরাণীগঞ্জেই সীমাবদ্ধ নয়, সারা দেশজুড়ে এমন প্রতিবাদ ছড়িয়ে পড়া দরকার।
গাজায় শান্তি ও ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন প্রেসক্লাব নেতারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available