• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:০৫:১৪ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:০৫:১৪ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁদা না পেয়ে মাদরাসার সুপারকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

১০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩২:৪০

চাঁদা না পেয়ে মাদরাসার সুপারকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি: চাঁদা না পেয়ে নেত্রকোনার সদর উপজেলায় গরদী ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মো. আব্দুল খালেক খানকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায়  মানববন্ধন করেছে ওই মাদরাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং এলাবাসী।

৯ এপ্রিল বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী মাদরাসা প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ওরফে রেনু মিয়া, ফারুকসহ সাত-আট জন মিলে মাদরাসার সুপারকে শার্টের কলার ধরে মারধর করেছে। অভিযুক্তদের বিচার না হলে ক্লাশ বর্জনের ঘোষণা দেন তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযুক্তদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

মানববন্ধন চলাকালে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় রেনু মিয়ার লোকজন ক্ষিপ্ত হয়ে রাতেই মাদরাসা শিক্ষক আনিসুর রহমানের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে অভিযোগ করেন আনিসুর রহমান।

এর আগে ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি রেনু মিয়ার নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেল যোগে মাদরাসায় আসে সাত থেকে আটজন। পরে তারা মাদারাসার অফিসে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে বেদড়ক মারধর করে সুপারকে টেনে বের করে দিয়ে অফিস কক্ষ তালাবদ্ধ করে দেয়। এ ঘটনার পর ভুক্তভোগী সুপার ওইদিন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফরিদপুরে ভুয়া মেজর গ্রেফতার
১৮ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩২:১৫