• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:০৫:১৬ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ সকাল ১০:০৫:১৬ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হিলি চেকপোস্ট ও বন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১০ এপ্রিল ২০২৫ সকাল ১০:০৪:২২

হিলি চেকপোস্ট ও বন্দর পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশের রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

এ সময় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ভারত অভ্যন্তরে গিয়ে বিএসএফ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

৯ এপ্রিল বুধবার দুপুর ১টার দিকে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার হিলিতে এসে পৌঁছালে তাহাকে ফুল দিয়ে স্বাগত জানান, হিলি কাস্টমসের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট।

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, ভৌগলিক কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কাছে হিলি স্থলবন্দর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানিতে যেসব বাধা রয়েছে তা অচিরেই সমাধান করা হবে। ভারত অংশে রাস্তা প্রশস্ত ও কাস্টমসের উপকমিশনার কার্যালয় স্থাপনের মাধ্যমে বাণিজ্য আরও সম্প্রসারণ করা হবে। বাংলাদেশ-ভারতের সম্পর্ক আগে থেকেই ভাল রয়েছে।  আরও ভাল করতে দুই দেশকেই এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল,  হিলি আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি কাস্টমস্ রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা, তদন্ত ওসি এসএম জাহাঙ্গীর আলম, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা আহমেদ বিপুল, আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক, নয়ন, শিরাজুল ইসলাম, আলহাজ্ব শহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফরিদপুরে ভুয়া মেজর গ্রেফতার
১৮ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩২:১৫