• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:১৩:১২ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:১৩:১২ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১২টি পদে বিএনপিপন্থীরা জয়ী

১০ এপ্রিল ২০২৫ সকাল ১১:১২:৫০

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১২টি পদে বিএনপিপন্থীরা জয়ী

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ছাড়া ১২টি পদে বিএনপি প্যানেলের আইনজীবীরা নির্বাচিত হয়েছেন।

৯ এপ্রিল বুধবার সকাল ১০টা বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র মো. আব্দুল হান্নান চৌধুরী ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থিত মো. শামছুল হক ২২৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিএনপির সমর্থিত মো. গিয়াস উদ্দিন চৌধুরী বকুল ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসীম উদ্দিন ১৭৬  ভোট পেয়েছেন। একই পদে অপর প্রার্থী জামায়াত সমর্থিত রহমতে এলাহী পান ৫৮ ভোট ও অ্যাডভোকেট মনমোহন দেবনাথ ২৩ ভোট পান।

সহ-সভাপতি পদে বিএনপির সমর্থিত মো. মুদ্দত আলী ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনিরুল ইসলাম ১৮০ ও মো. নুরুল হক ১৪৩ ভোট পান। যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ানী শাখা পদে আব্দুল মুনতাকিম চৌধুরী ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মঈনুল ইসলাম ২০৯ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজদারী শাখা মো. আব্দুল মতিন ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ,জে জালাল আহমেদ পেয়েছেন ২১৪ ভোট।

লাইব্রেরী ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ আব্দুর রহিম পেয়েছেন ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল আহমেদ পেয়েছেন ১৮৮ ভোট। ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে বিএনপির সমর্থিত মো. লেনিন জামান পেয়েছেন ৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত প্রার্থী মো. গউছ আলম খান পেয়েছেন ১৯৫ ভোট। মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মোছা. আমিনা বেগম নির্বাচিত হয়েছেন।

সিনিয়র সদস্য ৪টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যত্রাক্রমে-সেলিম চৌধুরী, মো. নুরুল ইসলাম, মো. মিজানুর রহমান-১, মো. কামাল উদ্দিন আহমেদ। জুনিয়র সদস্য ৩টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যত্রাক্রমে মো. এনামুল হক সেলিম, মো. আফজাল হোসেন ও তারেক রহমান শাওন।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী। নির্বাচনে ৬৮৩ ভোটের মধ্যে ৫২৭ ভোট কাস্ট হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফরিদপুরে ভুয়া মেজর গ্রেফতার
১৮ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩২:১৫