কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলি (৩৫) নামের এক রিক্সা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে থানাপাড়ার জিকে বালির ঘাট এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুরমান জিকে বালির ঘাট এলাকার আব্দুল কালামের ছেলে।
পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিমসহ কয়েকজন সুরমানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
নিহত সুরমান আলির ছোট ভাই সেলিম জানান, আমাদের বাড়ীর সামনের বাড়ীর হালিম বিক্রেতা হাকিম বুধবার সকালে তার বাড়ী থেকে গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ এনে আমার ছোট ভাই আশরাফুলকে প্রথমে আটকে রেখে বেধড়ক মারপিট করে। এরপর দুপুরে আমার বড় ভাই সুরমানকে ধরে নিয়ে যায় এবং আমাদের বাড়ী থেকে সবাইকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় হাকিমসহ তার সঙ্গীরা।
বৃহস্পতিবার সকালে জিকে বালির ঘাট এলাকায় আমেনা খাতুনের বাড়ীর বাথরুমের চালের এঙ্গেলের সাথে ঝুলন্ত অবস্থায় আমার ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সেলিম আরও বলেন, আমার ভাই সুরমানকে ধরে নিয়ে আটকে রেখে ইলেক্ট্রিকসকসহ লাঠি এবং ধারালো অস্ত্রদিয়ে আঘাত ও নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। আমরা ভাই হত্যার বিচার চাই। বুধবার থেকে পরিবার নিয়ে খোলা আকাশের নিচে রয়েছে বলেও জানান তিনি।
কুষ্টিয়া মডেল থানার এস আই মো. খাইরুজ্জামান বলেন, নিহত সুরমানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ণ রয়েছে। ময়নাতদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available