গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ৪ শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন।
১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্রে পিয়ার আলী কলেজ ভ্যানুতে এ ঘটনা ঘটে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এমন পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আবেদ আলী গার্লস স্কুলের দুই শিক্ষক আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম এবং বারতোপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান। এছাড়াও একই কারণে উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নাহিদ হাসান নামে আরও একজন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভেনুতে নৈবিত্তিক পরীক্ষা সময় পরীক্ষা কক্ষে একে অন্যের সাথে আলাপচারিতা শুরু করেন। শিক্ষার্থীদের শান্ত না করে চুপ করে বসে থাকেন শিক্ষকরা। এই বিষয়টি দৃষ্টিগোচর হয় পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী অফিসারের। যার প্রেক্ষিতে তাৎক্ষণিক তাদের অব্যাহতি দেওয়া নির্দেশ দেন তিনি।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ জানান, নৈবিত্তিক উঠানোর সময় শিক্ষার্থীরা একটু আওয়াজ করছিল এবিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে তিনি ৩জন শিক্ষককে অব্যাহতি দেওয়ার কথা বললে তাৎক্ষণিক তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে নকল মুক্ত পরিবেশে যেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করছে উপজেলা প্রশাসন। তার পরিপ্রেক্ষিতে ৪শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি | সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available