বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের মজিবর মোল্লা (৫০) বিরুদ্ধে ছোট ডালিমা জামে মসজিদের ইমাম হাফেজ মো. আব্দুল খালেকের উপর হামলার অভিযোগ পাওয়া উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। ২০ মে শনিবার বিকাল ৫ টায় বাউফল প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীদের পক্ষে মো. হাফিজুর রহমান মোল্লা।
তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০ মে রোজ শনিবার সকাল ১১ টায় বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৭৫ নং কচুয়া মৌজায় আমরা ৪০ জন জমির মালিক আমাদের সম্পত্তি এক বছরের জন্য বিক্রি করে ক্রেতা মো. শাহাবুদ্দিন মেম্বারকে বুঝিয়ে দিতে যাই । এ সময় মজিবর মোল্লার নেতৃত্বে আলাল হাওলাদার, কালাম গোলদার , আনসার, হানিফ হাওলাদার গং আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় ছোট ডালিমা মসজিদের ইমাম হাফেজ মো. আব্দুল খালেক গুরুতর আহত হন। এ সময় তাকে পানিতে ফেলে ডুবিয়ে মারার চেষ্টা করে হামলাকারীরা। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মজিবর রহমানের অনুসারীরা হাফিজুর রহমান মোল্লাকে চোখ উপড়ে দেওয়ার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে জমির কাছে আসতে নিষেধ করে। আমরা আ. খালেককে উদ্ধার করে কোনরকম দৌড়ে প্রাণ নিয়ে বেঁচে ফিরি। মজিবর মোল্লা ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোক। কেউ কিছু বললে তার সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালায়। আমরা মজিবর মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি চাই এবং আমাদের জমি ফেরত চাই।
এ বিষয়ে মুঠোফোনে কথা হয় মজিবর মোল্লার সাথে। তিনি বলেন, এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি এ ব্যাপারে কিছুই জানি না।
কথা হয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিচুল হকের সাথে। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হামলার শিকার ভুক্তভোগীরা এবং প্রেসক্লাব বাউফলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available