• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৪:৫১ (18-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৪:৫১ (18-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএনপি নেতার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মামুন মাহমুদের শোক

১০ এপ্রিল ২০২৫ রাত ০৮:২৭:৪৪

বিএনপি নেতার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মামুন মাহমুদের শোক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের ১নম্বর ওয়ার্ড বিএনপির নেতা গাজী আতাউর রহমান বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।

৮ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বিএনপি নেতা গাজী আতাউর রহমান বাবুল স্ট্রোক করে মারা যায়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

৯ এপ্রিল বুধবার সকালে জানাজা শেষে পাইনাদি মিজমিজি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

মরহুম গাজী আতাউর রহমান বাবুল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গাজী ইসমাইল হোসেনের ছোট ভাই ও থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেনের বড় ভাই।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এক শোকবাণীতে শোক প্রকাশ করেছেন।

এতে বলা হয়, গাজী আতাউর রহমান বাবুল মৃত্যুবরণ করায় আমি গভীরভাবে শোকাহত। এই বিএনপি নেতার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানার ১নম্বর ওয়ার্ড বিএনপি’র এক নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনের একান্ত অনুসারী ছিলেন তিনি।

অধ্যাপক মামুন মাহমুদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন । শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ