• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:০৮:৩২ (13-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:০৮:৩২ (13-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নোয়াখালীতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

১২ এপ্রিল ২০২৫ সকাল ০৮:৫০:৩৫

নোয়াখালীতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি চক্ষু হাসপাতাল  ও ডায়াবেটিস সেন্টারের আয়োজনে ডা. শামীমা নাসরিন ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় হাসপাতালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের মহাসচিব বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুইঁয়া ও  পরিচালক ডা. শরীফ আলতাফ হোসাইন।

সকাল থেকে ঢাকা ও চট্রগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি চিকিৎসা সেবা দেন। এর মধ্যে মেডিসিন, কাডিয়ার্ক সার্জারি, গ্যাস্টো এনটেরোলজি, জেনারেল সার্জন, চক্ষু, ডায়াবেটিস, মনোরোগ, প্লাসিক সার্জন, এ্যানেসথিশিয়াসহ বিভিন্ন দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার, সহকারী কমিশনার (ভুমি) দ্বীন আল জান্নাত, সোনাইমুড়ী উপজেলা সমাজসেবা অফিসার আবুল বাসার, হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পে প্রায় ছয় শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ