• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:১৪:০৩ (13-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:১৪:০৩ (13-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

খাগড়াছড়ির চেঙ্গী নদীর তীরে চলছে ফুল বিজু উৎসব

১২ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১৭:৪১

খাগড়াছড়ির চেঙ্গী নদীর তীরে চলছে ফুল বিজু উৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়িদের বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে খাগড়াছড়িতে। আজ ১২ এপ্রিল শনিবার ভোর ৬টা থেকে খবংপুড়িয়া এলাকার চেঙ্গী নদীতে ফুল দেওয়া ও মোমবাতি প্রজ্বালন শেষে প্রার্থনা করে চাকমারা ফুল বিজু উৎসবের সূচনা করেন।

অন্ধকার কেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারীরা ঐতিহ্যবাহী পিনোন-খাদি ও পুরুষেরা ধুতি পরে চেঙ্গী নদীর তীরে হাজির হন। তার আগে জঙ্গল, মানুষের বাড়িতে বা নিজেদের বাড়ি থেকে ফুল সংগ্রহ করেন।

খবংপুড়িয়া ফুল বিজু মিলনমেলায় পরিণত হয়েছে। ছোট-বড় সবাই মিলে ফুল বিজুর দিনে খুব ভোরে পাড়ার বা নিজের বাড়ি থেকে ফুল সংগ্রহ করে। এরপর চেঙ্গী নদীর পাড়ে একটি বেদি তৈরি করে কলাপাতার ওপর ফুল সাজিয়ে গঙ্গা দেবীর উদ্দেশে ফুল দিয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা করে পুরোনো বছরের দুঃখ-কষ্ট দূর করার জন্য। যত রোগব্যাধি আছে,পুরানো বছরের সঙ্গে সঙ্গে এগুলো যেন নির্মূল হয়ে যায়। আর নতুন বছর সবার জীবনে যেন সুখ-শান্তি ও মঙ্গল বয়ে আনে।

খাগড়াছড়ি জেলা পুলিশ এই উৎসব ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ফুল বিজু উৎসবে অংশ নেয় চাকমা শিশুরাও। আগামীকাল মূল বিজু উৎসব উদ্‌যাপন করবে চাকমা সম্প্রদায়ের মানুষ। এদিন ঘরে ঘরে ঐতিহ্যবাহী পাজন রান্না করে অতিথি আপ্যায়ন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ