নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন চার জন।
১১ এপ্রিল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।
আহতরা হলেন- হেসাখাল ইউপির পাটোয়ার কাজী বাড়ির নাছির উদ্দিনের ছেলে কাজী আশিক (১৬), কাজী মানিক মিয়ার ছেলে কাজী মেহেদী (২১) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের সহকারী জাকির ও সুজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সালাউদ্দিন আজগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে কয়েকজন যুবক অতর্কিতভাবে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা দুই রোগীর উপর হামলা ও মারধর করে টেনেহিঁচড়ে বাহিরে নিয়ে যায়। তাদের বাধা দিলে আমার দুই সহকারীকেও মারধর করে তারা। বিষয়টি সঙ্গে সঙ্গে নাঙ্গলকোট থানার ওসিকে জানানো হয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, পাটোয়ার কাজী বাড়ির ফরিদ ও জুলফিকারের সহযোগীরা পুকুর থেকে মাটি বিক্রি করে ওই মাটি আনিছ মিয়ার পথ দিয়ে নিয়ে যাওয়ায় তিনি বাধা দেন। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। এর জের ধরে হাসপাতালে এসে হামলার ঘটনা পুনরায় ঘটে।
নাঙ্গলকোট থানার এসআই ওবায়দুল হক জানান, এ ঘটনায় পাটোয়ার কাজী বাড়ির আবু ইউসুফের ছেলে শাকিলকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available