গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১০টি দোকান। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
১২ এপ্রিল শনিবার ভোর ৪টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া দোকানদাররা হলেন, অসিম মিয়া ( ফলের দোকান ), মিরাজ (মুদি মোনহরি), গোপাল (সেলুন), আবুল কালাম আকন (ডলপিন কাউন্টার), ইলিয়াস হোসেন (স্টেশনারী), নাসির উদ্দিন (খাবার হোটেল), মুজিবর রহমান (স্টেশনারি), মনির হোসেন (স্টেশনারী), খলিল মিয়া (চায়ের দোকান)।
জানা যায়, দোকান মালিক আবুল হোসেনের দুইটি, শহিদ হোসেনের দুইটি, চানমিয়া হাং এর একটি, মাসুদুর রহমানের একটি, মজিবুর রহমানের একটি, মেহেদী হাসান শাওনের দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, গলাচিপা সরকারী কলেজের সামনের সড়কের পূর্ব পাশে থাকা দোকানগুলোতে শনিবার ভোর ৪টার দিকে পথচারিরা আগুন দেখতে পায়। পরে স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গলাচিপা ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থল গিয়ে আগুন নিভাতে চেষ্টা চালাই। এরই মধ্যে ১০টি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শট-সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ৫০ লক্ষ টাকার ক্ষতি হলেও উদ্ধার করা হয়েছে প্রায় ১৫-২০ লক্ষ টাকার মালামাল।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক মাসুদুর রহমান বলেন, গলাচিপা ফায়ার সার্ভিসের সাব স্টেশনের পুরানো নাম্বারে শতবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। পরবর্তীতে জানতে পারি ফায়ার সার্ভিস নাম্বার পরিবর্তন হয়েছে। নতুন নাম্বারগুলো যদি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হতো তাহলে এত ক্ষয়ক্ষতি হত না ।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নাসিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনে পোড়া ক্ষতিগ্রস্থদের সরকারিভাবে সাহায্য ও সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available