• ঢাকা
  • |
  • সোমবার ১লা বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৪৮:৪৮ (14-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১লা বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৪৮:৪৮ (14-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বৈশাখী মেলা বন্ধ করলো প্রশাসন, গয়েশ্বর চন্দ্র রায় বললেন হবে

১৩ এপ্রিল ২০২৫ সকাল ১১:১১:২৮

বৈশাখী মেলা বন্ধ করলো প্রশাসন, গয়েশ্বর চন্দ্র রায় বললেন হবে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে খেলার মাঠে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মেলার আয়োজন নিয়ে কয়েকদিন ধরেই জটিলতা শুরু হয়েছে। অনুমোদন না নিয়ে মেলার আয়োজন করায় তা বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এ বিষয়ে ভুল বুঝাবুঝি হয়েছে, যেকোনো মূল্যে মেলা অনুষ্ঠিত হবে। কেরানীগঞ্জ বেয়ারা তেঘরিয়া স্টেডিয়ামে এ মেলার আয়োজন করছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি।

১২ এপ্রিল শনিবার সরেজমিন ঘুরে দেখা যায়, মাঠটিতে কর্পোরেট ঢাকা লীগ টুর্নামেন্ট চলমান থাকলেও খেলার মাঠের চারিদিকে বিভিন্ন স্টল ও সাংস্কৃতিক মঞ্চ নির্মাণের জন্য খোঁড়াখুঁড়ি কাজ শুরু হয়েছে। ১৪ এপ্রিল বিসিবির একটি ক্রিকেট ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকার আমলে জমি দখলে করে এই স্টেডিয়াম তৈরি করা হয়।

জামিল মহসিনসহ কয়েকজন ক্রিকেটার বলেন, মেলার আয়োজন করায় খেলায় বিঘ্ন ঘটছে। মেলার জন্য কেরানীগঞ্জে অনেক জায়গা রয়েছে, সেখানে মেলার আয়োজন করা হোক। মেলাটি প্রশাসন বন্ধ করলেও বাঁশখুঁটি সড়েনি বলেও জানান তারা। কর্পোরেট টুর্নামেন্ট ম্যাচ খেলতে আসা মনিরুল ইসলাম বলেন, মেলার জন্য মাঠ খোঁড়াখুঁড়ির কারণে মাঠের ক্ষতিসহ পরিবেশ নষ্ট হচ্ছে। বেশ কিছুদিন যাবত মাঠ মেলার জন্য সাজাচ্ছে।

খেলার মাঠে মেলা দিলে পরবর্তীতে খেলায় বিঘ্ন ঘটে। এদিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নির্দেশে ভ্রাম্যমাণ আদালতে দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন ও কেরানিগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া মাঠে এসে মেলা বন্ধের নির্দেশ দেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় সহকারী কমিশনার (ভূমি) উদ্দেশ্য বলেন, কাফনে কাপড় পড়ে হলেও মেলা অনুষ্ঠিত হবে। আমরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি।

বৈশাখী মেলার অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, খেলার মাঠে মেলা আয়োজনের কোনো অনুমতি প্রশাসন দেয়নি। মেলার আয়োজকদের মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নাঙ্গলকোটে বর্ষবরণ উদযাপিত
১৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৩৭:৩৪



মোংলায় সন্ত্রাসী হামলায় ২ শিক্ষার্থী আহত
১৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১২:৪৯