ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ার আঠারমাইলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ)'র সরকারি জায়গায় খুলনা সাতক্ষীরা মহাসড়ক ঘেসে গড়ে ওঠা কাঁচা বাজার আড়ৎতের সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
১৩ এপ্রিল রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান।
এ সময় তার সাথে ছিলেন, সড়ক ও জনপথ বিভাগ খুলনার উপ-সহকারী প্রকৌশলী সাগর মন্ডল, নাজির কিরণ বালা, নায়েব জাহাঙ্গীর হোসেন, সার্ভেয়ার মিজানুর রহমান, সার্ভেয়ার সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
এর ফলে ব্যস্থতম সড়কটিতে লেগে থাকা দীর্ঘ লাইনের যানজট নিরসন হবে। এর আগে সরকারি জায়গা দখল মুক্ত এবং সড়কের যানজট নিরসনের লক্ষে মহামান্য হাইকোর্টের এক আদেশে একাধিক বার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। তার পরও জায়গা দখলে করে রাখে কতিপয় কিছু ব্যবসায়ী।
উচ্ছেদ কালে সীমানা পিলার ও কাটাতার দিয়ে ঘেরা বেড়া দেয়া হয়েছে। যাতে করে পুনরায় অবৈধ দখলরা দখল করতে না পারে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল করে দীর্ঘ ২৫ বছর যাবৎ মহাসড়কের পাশ ঘেসে ওঠা কাঁচামালের আড়ৎ পরিচালনা করে আসছিলেন একটি মহল। এতে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটত। অনেক হতাহত হয়েছে।
যানজট ও জনদুর্ভোগ লাঘবে সড়কের উপর থেকে আড়তটি সরিয়ে নিতে এবং সরকারি জায়গা উন্মুক্ত রাখতে স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম শেখ (কোহিনূর) বাদী হয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। জনস্বার্থে আদালত সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা দখল উচ্ছেদ পূর্বক উন্মুক্ত রাখতে স্থানীয় প্রশাসনকে ব্যাবস্থা নিতে আদেশ দেন। এর প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available