শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এসএসসি পরীক্ষায় চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় টিউটোরিয়াল কেন্দ্রে অনিয়মের ঘটনায় ১৩ এপ্রিল রোববার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কমিটির সদস্যরা।
তবে এ বিষয়ে রাত ৯টা পর্যন্ত তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সরেজমিনে ১৩ এপ্রিল রোববার দুপুরে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি পরীক্ষা সংশ্লিষ্টদের বক্তব্য নিচ্ছেন। বেলা ১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই বিদ্যালয়ের সামনে অপেক্ষা করেও এ বিষয়ে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাত পৌনে ৯টার দিকে তদন্ত কমিটির সদস্যদের বিদ্যালয় থেকে বের হতে দেখা গেছে।
এ ঘটনায় কারা অভিযুক্ত এবং জড়িত কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার মুঠোফোনে জানান, তদন্ত চলাকালে এ সংক্রান্ত কোনো বক্তব্য দেয়া যাবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও এলাকার লোকজন জানান, কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ঈমাম হোসেনের প্রশ্রয়ে অনুপস্থিত এসব শিক্ষার্থী কেন্দ্র সংশ্লিষ্টদের সহায়তায় কেন্দ্রের বাইরে উত্তরপত্র লিখে পরীক্ষা শেষে কেন্দ্রে এনে জমা দেন। ঘটনার দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কেন্দ্রে উপস্থিত থাকায় বাইরে পরীক্ষা দেয়া উত্তরপত্রগুলো কেন্দ্রে পৌঁছানোর সুযোগ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল শুক্রবার বিকেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় টিউটোরিয়াল কেন্দ্রে ২৭ জন পরিক্ষার্থী অংশ নিলেও ৩০ জন শিক্ষার্থীকে উপস্থিত দেখানো হয়েছে। একই দিন সকালে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৩৮ জন পরিক্ষার্থী অংশ নিলেও উত্তর পত্র পাওয়া যায় ৩৫টি।
অনিয়মের বিষয়টি চোখে পড়ে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান মিয়ার। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার কেন্দ্রে হাজির হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available