কুমিল্লা প্রতিনিধি: সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মাঠ থেকে পোস্টার ফেস্টুন ব্যানারসহ নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সংগঠনের কর্মীরা।
১৪ এপ্রিল সোমবার সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ণিল সাজে সাজানো হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সকাল থেকেই কলেজের সামনে শিল্পী ও আয়োজকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিশাল আকারের প্ল্যাকার্ড এবং অন্য শিল্পকর্মগুলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য সারিবদ্ধভাবে সাজানো হয়। এর মধ্যে রয়েছে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ, তরমুজ ও ‘পানি লাগবে পানি’ প্রতিকৃতি। এ ছাড়া সবার পোশাকে লেগেছে উৎসবের রং।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠে পহেলা বৈশাখের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কুমিল্লা জেলা মো. আমিনুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা মহানগরের আহবায়ক ওবায়দুল বারী আবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহবায়ক মোহাম্মদ আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা মহানগরের সদস্য ইম্পা ফারহা সহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ বাংলাদেশে পালিত হয়ে আসছে আদিকাল থেকেই। এই উৎসব সকলের। সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে আপন করে নেয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available