খুলনা ব্যুরো: খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত হচ্ছে।
বাংলা বর্ষবরণ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন উদ্যোগে সকাল ৮টায় রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়।
পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসনক মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল ৯টায় খুলনা মহানগর বিএনপি আনন্দ শোভাযাত্রা বের করে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে র্যালি, নাচ-গানের আয়োজন করা হয়। এছাড়া পহেলা বৈশাখে শহিদ হাদিস পার্কে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের খুলনা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available