• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা বৈশাখ ১৪৩২ রাত ০৯:০৯:১৬ (15-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা বৈশাখ ১৪৩২ রাত ০৯:০৯:১৬ (15-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেহেন্দিগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

১৪ এপ্রিল ২০২৫ দুপুর ০১:০৮:১২

মেহেন্দিগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

বরিশাল প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে আজ সোমবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমানের নেতৃত্বে পাতারহাট বন্দরের বিভিন্ন সড়কে আনন্দ শোভাযাত্রা প্রদক্ষিণ করে।

প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপি আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

শোভাযাত্রা শেষে প্রশাসনের উদ্যোগে মেহেন্দিগঞ্জ উপজেলার বালুর মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান।

এদিকে সকাল ১০টায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা করে মেহেন্দিগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মীবৃন্দ। মেহেন্দিগঞ্জ বিএনপির শোভাযাত্রায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মেহেন্দিগঞ্জের সন্তান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসানের ছবিসহ বিভিন্ন বৈশাখী প্লাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে মিছিলকে শোভামণ্ডিত করেন দলে নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাতক্ষীরায় বিজিবির অভিযানে হীরার গহনা জব্দ
১৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪০:৫৬