• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা বৈশাখ ১৪৩২ রাত ১০:২১:১২ (15-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা বৈশাখ ১৪৩২ রাত ১০:২১:১২ (15-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কচুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্‌যাপন

১৪ এপ্রিল ২০২৫ দুপুর ০২:৫৩:১৭

কচুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্‌যাপন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য নানা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী বাংলা নববর্ষ উদ্‌যাপন করা হয়েছে।

১৪ এপ্রিল সোমবার সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়।

এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কচুয়া হাজীগঞ্জ বিশ্বরোড হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়ে উপজেলা পরিষদ মিলনায়তন মিলিত হয় । এছাড়া “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য” শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, উপজেলা পরিষদ মিলনায়তন ঘুরি উৎসব ও লোকজ মেলা এবং একই স্থানে কচুয়া উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে, কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, ওসি তদন্ত জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোশারফ হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্লাহ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সোহেল রানাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সাতক্ষীরায় বিজিবির অভিযানে হীরার গহনা জব্দ
১৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪০:৫৬