• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩২ রাত ১২:০৮:১৬ (16-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩২ রাত ১২:০৮:১৬ (16-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাঙ্গলকোটে বর্ষবরণ উদযাপিত

১৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৩৭:৩৪

নাঙ্গলকোটে বর্ষবরণ উদযাপিত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ  উদযাপিত হয়েছে।

১৪ এপ্রিল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পৌর  চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার পালসহ,বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীণ খাবার, নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সাতক্ষীরায় বিজিবির অভিযানে হীরার গহনা জব্দ
১৫ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪০:৫৬