জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন মন্ডলকে লক্ষ্য করে গুলি করে পালানোর সময় কোয়েল হোসেন (৩০) নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
১৪ এপ্রিল সোমবার রাত ১০টার দিকে পাঁচবিবি পৌর শহরের সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।
আটক কোয়েল হোমেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কুষ্টপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, শামিম হোসেন সোমবার রাতে সুপার মার্কেটের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন হেলমেট পরিহিত ব্যক্তি শামিমকে লক্ষ্য করে গুলি করে। তবে গুলি শামিমের শরীরে লাগেনি। এ সময় শামিমের আত্ন-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শামিমকে উদ্ধার করে। তাদেরকে ধাওয়া দিলে দুটি মোটরসাইকেলে করে পালানোর সময় একজনকে মোটরসাইকেল ও একটি বিদেশী পিস্তলসহ আটক করা হয়। অপর তিনজন পালিয়ে যায়। আটক কোয়েল হোসেনকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেয়।
আহত কোয়েলকে উদ্ধার করের জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। এঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available