• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ রাত ১১:৫৯:১০ (16-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ রাত ১১:৫৯:১০ (16-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে প্রশিক্ষণে না থেকেও শিক্ষা অফিসারের বিরুদ্ধে ভাতা নেয়ার অভিযোগ

১৫ এপ্রিল ২০২৫ দুপুর ১২:০২:১৫

পঞ্চগড়ে প্রশিক্ষণে না থেকেও শিক্ষা অফিসারের বিরুদ্ধে ভাতা নেয়ার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় সাব ক্লাস্টার প্রশিক্ষণে অনুপস্থিত থেকেও সম্মানী ভাতা নেয়ার অভিযোগ উঠেছে।

এতে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়েছে শিক্ষকরা। ভেস্তে গেছে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। সুষ্ঠু তদন্ত করে শিক্ষা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষক সমাজ।

শিক্ষা অফিসের তথ্যনুযায়ী, পিইডিপি-৪ আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণে উপজেলা রিসোর্স সেন্টারে গত ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি, পরে পহেলা ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সহায়ক কর্মকর্তা হিসেবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় দায়িত্ব পালন করেছেন। তবে একই সময়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণের ভিতরগড় বিদ্যালয় কেন্দ্রে ১৫ জানুয়ারি, ১৬ জানুয়ারি জগদল কেন্দ্রে, ১৭ জানুয়ারি জাবুরীদুয়ার, ১৮ জানুয়ারি সাতমেরা ফুলবাড়ী, ১৯ জানুয়ারি সাতমেরা খালপাড়া, পহেলা ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২০ দিনের ট্রেনিংয়ে উপস্থিত না থেকেও, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রতিদিন সম্মানী ভাতা তুলেছেন এক হাজার ২০০ টাকা। এমনকি খাওয়ার ভাতা নেয়া হয়েছে ৫৪০ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, প্রশিক্ষণ ছিল পেশাগত দক্ষতা উন্নয়নের। সেখানে সহকারী শিক্ষা অফিসারসহ আরেকজন প্রধান শিক্ষক প্রশিক্ষক হিসেবে থাকার কথা কিন্তু সহকারী শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন না। তিনি থাকলে হয়ত আমরা আরও কিছু শিখে কাজে লাগানো যেত।

তবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় অভিযোগ অস্বীকার করেন। আমি প্রশিক্ষক ছিলাম না।

পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোমিনুল হক বলেন, এরকম করার সুযোগ নাই। তারপরও সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত হলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নবীনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
১৬ এপ্রিল ২০২৫ রাত ০৮:১০:১৯





জলকেলিতে মেতেছে পাহাড়ের মারমা তরুণ-তরুণীরা
১৬ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩:২০