নারায়ণগঞ্জ প্রতিনিধি: বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানী নগর এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে।
মঙ্গলবার বেলা ১১টায় এএসটি গার্মেন্টস লি. নামক পোশাক কারখানার প্রায় দেড় থেকে দু’শ শ্রমিক বকেয়া পাওনার দাবিতে মহাসড়কে অবস্থান নেয়। এসময় তারা সড়কে বসে পড়লে যান চলাচল আটকে যায়। পোশাক শ্রমিকদের অভিযোগ এসময় বেশ কিছু পরিবহন শ্রমিক তাদের মারধর করে। এসময় প্রায় আধাঘণ্টা মহাসড়কের ঢাকা মুখি লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, এএসটি গার্মেন্টসের মালিকপক্ষ বকেয়া পাওনা পরিশোধ না করে পনেরো দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরে রাতের আধারে কারখানার মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে মালিক পক্ষ। তারা পাওনা আদায়ের জন্য মঙ্গলবার সকালে কারখানার সামনে আসলে সেটি বন্ধ পায়। পরে খোঁজ নিয়ে জানতে পারে মালিকপক্ষ কারখানাটির মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে। এর প্রতিবাদে তারা মহাসড়কে অবস্থান নেয়। এসময়ে বেশ কিছু গণপরিবহনের শ্রমিকরা নারী পোশাক শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে এ এস টি গার্মেন্টসের উৎপাদন ব্যবস্থাপক মিজানুর রহমানের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেন নাই। তাই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কেন বক্তব্য পাওয়া যায় নাই।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানাপুলিশ। এসময় তারা শ্রমিকদের সাথে কথা বলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে পাশে অবস্থান করান।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম বলেন, শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য মঙ্গলবার সকালে কারখানার সামনে আসলে জানতে পারে মালিকপক্ষ তাদের বকেয়া বেতন না দিয়ে মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে। প্রতিবাদে শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেই। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে পাশে নিয়ে এসে যান চলাচল স্বাভাবিক করি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available