জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে।
১৪ এপ্রিল সোমবার ১১টায় বাংলা বর্ষবরণ উপলক্ষে উপজেলার প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা,উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টার,উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, উপজেলা সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ)আবুল আজাদ পাবেল, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আবদুল হাকিম, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুদ্দিন খান, কৃষি অফিসের তপন চন্দ্র শীল, থানা পুলিশের এসআই হামিদুর রহমান, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, জুনায়েদ আহমদ সজল,কুশল রায়, বিভাষ দে, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াসহ নানা দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ, সাংস্কৃতিক, সাংবাদিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ’র সভাপতিত্বে এবং শিক্ষক সালেহা পারভীন ও অনন্ত পালের যৌথ-সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি, কাঞ্চন শিখা একাডেমি,আর্টস্কুল, উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশনে উৎসবমুখর হয়ে ওঠে উপজেলা প্রাঙ্গণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available