• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ দুপুর ০১:১৯:২০ (16-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ দুপুর ০১:১৯:২০ (16-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো আম জব্দ

১৬ এপ্রিল ২০২৫ সকাল ০৮:১৯:২২

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো আম জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো পাঁচ মণ আম জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

১৫ এপ্রিল মঙ্গলবার রাত ১১টায় শহরের সঙ্গীতা মোড় এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে এই আম জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এসআই পিন্টু লাল দাস জানান, যমুনা লাইন নামের ঢাকাগামী একটি পরিবহনে নলতা থেকে রাসায়নিক দিয়ে পাকানো এই আম ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি করে ৫ মণ আম পাওয়া যায়। এসময় মালিক কৌশলের পালিয়ে যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যমুনা লাইন পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার আশিকুর রহমান শিমুলকে অপরিপক্ক আম পরিবহন করার কারণে ১০ হাজার টাকা জরিমানা করেন এনডিসি প্রণয় সরকার। এছাড়া ঘটনাস্থলে কেমিক্যাল মিশ্রিত পাঁচ মণ আম বিনষ্ট করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

যমুনা পরিবহনের সুপারভাইজার মাসুদ রানা বলেন, কোনো এক ব্যক্তি এসব আম ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে পরিবহন খরচ দিয়ে উঠিয়ে দিয়েছে। এছাড়া তিনি আর কিছু জানেন না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মহাদেবপুরে ভ্যান উল্টে বৃদ্ধ নিহত, আহত ২
১৬ এপ্রিল ২০২৫ সকাল ১১:৪৯:৫৭