• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০২:৪২ (16-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০২:৪২ (16-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভিন্ন সেটের প্রশ্নে ইংরেজি পরীক্ষা দিল টাঙ্গাইলের ২৮১ শিক্ষার্থী

১৬ এপ্রিল ২০২৫ সকাল ০৯:১৮:৩২

ভিন্ন সেটের প্রশ্নে ইংরেজি পরীক্ষা দিল টাঙ্গাইলের ২৮১ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে ট্যাগ অফিসার ও সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব অবহেলার কারণে ভিন্ন সেটের প্রশ্নপত্রে চলমান এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

এতে পরীক্ষায় পাস করা নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে পরীক্ষার্থীরা। এই ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসার ও সহকারী কেন্দ্র সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে।

১৫ এপ্রিল মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি পরীক্ষায় এই ঘটনা ঘটে।

পরীক্ষায় বোর্ড থেকে পাঠানো ১ নম্বর সেটের প্রশ্নপত্রের বিপরীতে ৩ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়।

তবে জেলার বাকী কেন্দ্রগুলোতে ১ নম্বর সেটের প্রশ্ন দিয়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, এসএসসি পরীক্ষায় শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি ভেন্যুতে অগ্রনী উচ্চ বিদ্যালয়, শাহরিয়ার হাসান উচ্চ বিদ্যালয়, চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয় ও মিন্টু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

মঙ্গলবার যথারীতি সময়ে ইংরেজি প্রথমপত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানতে পারে তারা ভিন্ন সেটে পরীক্ষা দিয়েছে। এতে পরীক্ষায় পাস করা নিয়ে তাদের মধ্যে হতাশা দেখা দেয়।

পরে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে তাদের পরীক্ষার খাতা বোর্ডের মাধ্যমে সঠিকভাবে মূল্যায়নের আশ্বাস দেয়া হয়।

এই ঘটনায় শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ট্যাগ অফিসার ও টাঙ্গাইল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মো. মুসা এবং সহকারী কেন্দ্র সচিব ও শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলমকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম বলেন, কেন্দ্রে ১ নম্বর সেট প্রশ্নের পরিবর্তে ভুলক্রমে গত ১০ এপ্রিল মুঠোফোনে আসা ক্ষুদেবার্তা দেখে ৩ নম্বর সেটের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।

তবে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। তাদের উত্তরপত্র বিশেষভাবে মূল্যায়ন করা হবে।

ট্যাগ অফিসার ও টাঙ্গাইল সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মো. মুসা বলেন, পরীক্ষার আগে ইউএনও, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার বোর্ড থেকে আসা ক্ষুদে বার্তা মেলানো হয়। কিন্তু আজকের পরীক্ষায় সেটা না করায় এমন ভুল হয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত জানান, প্রশ্ন সেটের ক্ষুদেবার্তা না দেখেই পরীক্ষা নেয়া হয়েছে। এটা দায়িত্ব অবহেলা। বিষয়টি জানার পরই বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা এই উত্তরপত্রগুলো বিশেষভাবে মূল্যায়নের আশ্বাস দিয়েছেন।

তিনি আরও জানান, এতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। এই ঘটনায় দায়িত্ব অবহেলায় ট্যাগ অফিসার এবং সহকারী কেন্দ্র সচিবকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মহাদেবপুরে ভ্যান উল্টে বৃদ্ধ নিহত, আহত ২
১৬ এপ্রিল ২০২৫ সকাল ১১:৪৯:৫৭