দিনাজপুর প্রতিনিধি: গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ এপ্রিল মঙ্গলবার রাত ৯টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গত ৩ মার্চ থেকে সাবেক এই সংসদ সদস্য তার ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপবিদ্যালয় পরিদর্শক ও বড় বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আফরোজা পারভীন কবির দম্পতির বাড়িতে আত্মগোপনে ছিলেন।
দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ এই সাবেক সংসদ সদস্যকে গ্রেফতারের সংবাদ নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়ার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সকল তথ্য সঠিক প্রদান করায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ইতোমধ্যেই গাইবান্ধা জেলা পুলিশকে সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে গ্রেফতারের সংবাদ জানানো হয়েছে। গাইবান্ধা জেলা পুলিশের একটি দল দ্রুত দিনাজপুরে আসবে। গাইবান্ধা সদর থানায় পুলিশ আসলেই আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available