• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩৭:০৫ (16-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩৭:০৫ (16-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পরীক্ষাকেন্দ্রের বাইরে প্রশ্ন আদান-প্রদানের দায়ে দুজনকে সাজা

১৬ এপ্রিল ২০২৫ দুপুর ১২:০৯:৪৪

পরীক্ষাকেন্দ্রের বাইরে প্রশ্ন আদান-প্রদানের দায়ে দুজনকে সাজা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে মোবাইলে প্রশ্নপত্র আদান-প্রদানের অভিযোগে দুইজনকে ১৫ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৫ এপ্রিল মঙ্গলবার শিবপুর উপজেলার লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্তরা হলেন উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী গ্রামের কবির উদ্দিনের ছেলে দিনার আহমেদ (২০) ও শিমুলিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে রিফাত হোসেন (১৯)।

জানা যায়, পরীক্ষাচলাকালে কেন্দ্রের বাইরে মোবাইলের মাধ্যমে তারা পরীক্ষার্থীদের প্রশ্নপত্র আদান-প্রদান করছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক হয় তারা। পরে মোবাইল চেক করে সত্যতা পাওয়ায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের সাজা প্রদান করেন।

এ ব্যাপারে লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান জানান, পরীক্ষা কেন্দ্রের ভিতরে কোনো সমস্যা হয়নি, যা হয়েছে কেন্দ্রের বাইরে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম জানান, পরীক্ষা চলাকালে তারা মোবাইলে প্রশ্নপত্র আদান-প্রদান করার সময় তাদের আটক করা হয় এবং এর সত্যতা পাওয়ায় দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র কমিটির সভাপতি মোছা. ফারজানা ইয়াসমিন জানান, পরীক্ষা সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজনীতিতে আসা ভুল ছিল না: সাকিব
১৬ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৪৫:৩৬