বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: সাত বছরের শিশু জুঁইকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ এপ্রিল বুধবার সকালে শহরের কানাইখালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। একই দাবিতে নাটোরের বড়াইগ্রামের গাড়ফা, বনপাড়া, পাবনার চাটমোহরে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
এসময় বক্তরা বলেন, গত মঙ্গলাবার পাবনার রামপুর বিল থেকে নাটোরের বড়াইগ্রামের গাড়ফা গ্রামের শিশু জুঁইয়ের মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মমুখমন্ডল দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেয় খুনিরা। দেশে আজ কোন মানুষ ই নিরাপদ নয়। বড় ছোট এমন কি শিশু বাচ্চারাও নিরাপদ নয়। কিছুদিন আগে আছিয়ার মৃত্যুর ক্ষত না শুকাতে নাটোরে বড়াইগ্রামে শিশু কন্যা জুঁইকে বর্বরভাবে হত্যা করা হলো। আছিয়ার হত্যার বিচার যদি হতো তাহলে আজ আর জুঁইকে এই ভাবে মৃত্যু বরণ করতে হতো না। আমরা ২৪ ঘন্টার ভিতর আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয় তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available