নারায়ণগঞ্জ প্রতিনিধি: মুষলধারে বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা। শহরের প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতার পানি জমেছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকাসহ শহরতলীর বিভিন্ন এলাকার অলিগলি জলমগ্ন হয়ে পড়েছে।
১৬ এপ্রিল বুধবার বিকাল ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যায়। শহরের আশপাশের এলাকাসহ অলিগলিতে ৩-৪ ফুট সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
চাষাড়ার সায়াম প্লাজার চশমা দোকানি মোবারক বলেন, রাস্তায় পানি জমেছে। ড্রেন নিষ্কাশন না করার ফলে বৃষ্টি হলেই রাস্তা পানির নিচে তলিয়ে যায়।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর চিকিৎসা নিতে আসা তাসমিমা জানান, বৃষ্টির কারণে রাস্তা তলিয়ে গেছে বাসায় যাওয়ার জন্য রিকশা পাচ্ছি না অপেক্ষা করছি, সড়ক দুই থেকে তিন ফিট তলিয়ে গেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available