নারায়ণগঞ্জ প্রতিনিধি: ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যত্থান ২০২৪-এ নারায়ণগঞ্জ জেলার ২১জন শহীদ পরিবারের অনুকূলে দুই লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।
১৬ এপ্রিল বেলা ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), নারায়ণগঞ্জ জনাব হোসনে আরা বেগমের সভাপতিত্বে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ নারায়ণগঞ্জ জেলার প্রত্যেক শহীদ পরিবারের অনুকূলে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণ জেলা প্রশাসক শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, "যে মা তার সন্তান হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়েছে, যে বোন তার ভাই হারিয়ে আমাদের কোন আয়োজনেই তাদের মন জয় করতে পারবেনা।" তিনি আরো বলেন, "তার যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে এই আন্দোলন করেছিল, তারা যে দেশ গড়ার স্বপ্ন বুকে ধারণ করেছি, আমরা সেই দেশ প্রতিষ্ঠা করতে পারলে তাদের সেই ত্যাগ সার্থক হবে।"
এই অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতা আরও একবার প্রকাশ পেল। তাদের ত্যাগই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।
এ সময় শহীদের ছবি সম্বলিত নামফলকের স্মৃতিস্তম্ভ, মামলা পরিচালনা সহযোগিতা ও শহীদদের কবর চিহৃকরন দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ তরিকুল ইসলাম, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি তরিকুল সুজন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available