রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আটকদের মধ্যে রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন টিটুও রয়েছেন বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযান পরিচালনা করে ৫টি গ্রেফতারি পরোয়ানা তামিল করা হয়েছে। তার মধ্যে জিআর সাজা ১টি, জিআর নরমাল ১টি ও বাকি তিনটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
থানা সূত্র জানায়, গ্রেফতারদের মধ্যে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকা থেকে ৯নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন টিটুকে বুধবার বিকেলে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পরোয়ানা জারি ছিলো।
রাঙামাটি শহরের তবলছড়ির আর্ট কাউন্সিল কলোনী থেকে মাদকের মামলায় ৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফি হাসান ওরফে পিয়েল (২৪)কে গ্রেফতার করা হয়েছে।
শহরের হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে কোতয়ালী থানার জিআর মামলার পরোয়ানা মূলে গ্রেফতার করা হয় সাইফুল ইসলাম(৩০) নামের এক আসামিকে।
রিজার্ভ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে আজিজুল ইসলাম প্রকাশ (বাবলা)(১৪) কে। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলায় পরোয়ানা জারি ছিলো।
এছাড়াও সিআর মামলার পরোয়াভুক্ত আসামী হাসিনা আক্তারকে গ্রেফতার করা হয়েছে শহরের ১০৪নং ঝগড়া বিল মৌজার অফিসার্স কলোনী এলাকা থেকে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রতিবেদককে আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশনানুসারে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available