লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে হাসিনুর রহমান (২৫) নামে বাংলাদেশি যুবক আহত হয়। এরপর গুলিবিদ্ধ ওই যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
১৬ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নং মেইন পিলালের সাব ৬ এস পিলালের এলাকায় গুলির ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
সীমান্তবাসীরা জানান, মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নং মেইন পিলালের সাব ৬ এস পিলালের এলাকা হয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে হাসিনুর রহমানসহ কয়েকজন বাংলাদেশি। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫৭ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছুড়ে। এতে হাসিনুর রহমান গুলিবিদ্ধ হয়ে মাটিতে পরে গেলে বিএসএফ সদস্যরা তাকে নিয়ে কুচবিহার হাসপাতালে ভর্তি করে। হাসিনুর চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে সীমান্তবাসীর প্রত্যক্ষদর্শীরা জানান।
বিজিবি সূত্র জানায় এ ঘটনায় কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে। এ ব্যাপারে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়কের সরকারী নম্বরে একাধিকবার ফোন করেও কেউ রিসিভ করেনি।
সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গ্রামপুলিশ ও ইউপি সদস্যকে পাঠানো হয়েছে। যতদুর শুনেছি, বিএসএফের গুলিতে আহত হাসিনুর রহমানকে ভারতের কুচবিহারের একটি হাসপাতালে ভর্তি করেছে বিএসএফ।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন নবী বলেন, সীমান্তবাসীর মাধ্যমে গুলিবিদ্ধ হয়ে হাসিনুরের আহতের খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available