মানিকগঞ্জ প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের নজরদারির বাইরে গিয়ে অবৈধভাবে পরিচালিত হচ্ছিল একের পর এক ইটভাটা। ১৬ এপ্রিল বুধবার পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সিংগাইরের তিনটি অবৈধ ইটভাটা চিহ্নিত করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব পরিবেশবিধ্বংসী ভাটার চিমনি ভেঙে ফেলা হয়। এ সময় ধ্বংস করা হয় সিংগাইর এলাকার রমাকান্তপুরের মেসার্স রাকমান ব্রিকস ও মেসার্স সফুর ব্রিকস এবং বলধারা এলাকার আটকুড়িয়ার মেসার্স এএমসি ব্রিকস।
এই সব ইটভাটা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর একাধিক ধারা লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে আসছিল। স্থানীয়দের অভিযোগ ছিল—এসব ভাটার কারণে কৃষি জমি, বসতবাড়ি ও জনস্বাস্থ্যে মারাত্মক ক্ষতি হচ্ছিল।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক মনোয়ারুল ইসলাম। অভিযানে সহায়তা করেন র্যাব-৪, বাংলাদেশ সেনাবাহিনী এবং জেলা পুলিশের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ ধ্বংস করে গড়ে ওঠা কোনো অবৈধ ইটভাটাই আইনের হাত থেকে রেহাই পাবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available