কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের জলা তেতৈয়া গ্রামে খালের উপর কয়েকটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। এতে ওই এলাকা কিংবা আশে পাশের কৃষকরা প্রশান্তির স্বস্তি পেয়েছেন। দীর্ঘদিন ধরে বর্ষার মৌসুমে বাঁশের সাঁকো থাকায় পারাপারে চরম ভোগান্তিতে পড়ত হতো কৃষকদের। বিশেষ করে জমির ফসল ঘরে তোলা নিয়ে হিমশিম খেতে হতো কৃষকদের। প্রতি বছর জেলা তেতৈয়া বিলে কয়েক শতাধিক বিঘার জমিতে বিভিন্ন ফসলাদি করে থাকেন কৃষকরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদারের উদ্যোগে কৃষকের সুবিধার্থে ওই খালের মাঝে কয়েকটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। কাঠের ব্রিজ নির্মাণে কয়েক হাজার কৃষকের প্রশান্তি হয়। এতে আনন্দিত কৃষকরা। বিশেষ করে জলা তেতৈয়া গ্রামের তামাল তলায় কাঠের ব্রিজ নির্মাণ, মঞ্জুরের বাড়ির দরের সাথে কাঠের ব্রিজ ও নজিরের বাড়ির সাথে কালভার্ট নির্মাণ করা হয়। এতে করে কয়েক হাজার কৃষকের উপকৃত হয়েছে।
কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে কোনো ব্রীজ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। কাঠের ব্রিজ নির্মাণ করায় ঘরে ফসল তুলতে এবং যাতায়াতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে বলে না বলে জানান তারা।
ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদার বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি জনগণের কল্যাণে কাজ করতে। দীর্ঘদিন ধরে জলা তেতৈয়া এলাকায় কৃষকরা ফসল ঘরে তুলতে এবং যাতায়াতে সমস্যা হতো। তাই কৃষকের সুবিধার্থে নিজ প্রচেষ্টা ও সরকারি সহায়তায় কৃষকের চলাচলে কয়েকটি কাঠের ব্রিজ নির্মাণ করে দিয়েছি। ভবিষ্যতেও ইউনিয়ন বাসীর কল্যাণে কাজ করে যাবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available