খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ি ছাত্র পরিষদ নেতাসহ অপহৃত ৫ শিক্ষার্থী এখনও উদ্ধার হয়নি।
২৪ ঘণ্টা অতিবাহিত হলেও অপহৃতদের স্বজনদের থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোন অভিযোগ দেয়া হয়নি বলে জানান খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন। তবে অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদর ও পানছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
এদিকে, পিসিজেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করলেও তা অস্বীকার করছে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা। নিপন ত্রিপুরা বৃহস্পতিবার দুপুরে জানায় অপহৃতদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের বৈঠকে ডেকেছে অপহরণকারীরা। তবে কোথায় বৈঠক হবে তা নিশ্চিত করেননি।
বৈসাবি উদযাপন শেষে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে খাগড়াছড়ির পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে অপহৃত হয় চবি পিসিপির সদস্য রিশন চাকমাসহ ৫ শিক্ষার্থী। ওই সময় তাদের বহনকারী অটো চালককেও অপহরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available