নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।
১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবকরা হেল্প ডেস্কে এসে পানি ও খাবার স্যালাইন পেয়ে সন্তোষ প্রকাশ এবং এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মহতী উদ্যোগ বাস্তবায়নে ছিলেন, নলডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ বাকী সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত হোসেন, নলডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব আবু রায়হান রানা, পৌর ছাত্রদলের সিনিয়র, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, নলডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমেদসহ প্রমুখ।
পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মহতী উদ্যোগ আমি স্বাগত জানাই। আমরা অভিভাবকেরা আমাদের সন্তানকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আমরা বসার পরিবেশ থাকে না। এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমাদের অবিভাবকদের বসার জায়গা ও বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করাতে আমরা সন্তোষ প্রকাশ করছি। ছাত্রদলের মানবিক উদ্যোগ স্বাগত জানাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available