• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় দুই স্ত্রী ও সন্তানদের ফেলে অন্যের বউকে নিয়ে পালিয়েছে পরিচ্ছন্ন কর্মী

২২ মে ২০২৩ সকাল ১১:৩০:০৩

আখাউড়ায় দুই স্ত্রী ও সন্তানদের ফেলে অন্যের বউকে নিয়ে পালিয়েছে পরিচ্ছন্ন কর্মী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই স্ত্রী ও একাধিক সন্তান রেখে অন্যের বউকে নিয়ে পালিয়ে গেছে রানা হরিজন (৩৪) নামে এক যুবক। সে আখাউড়া উপজেলা পরিষদ কার্যালয়ে পরিছন্ন কর্মী হিসেবে কর্মরত।

২১ মে রোববার দুপুর ১২ টায় পৌর শহরের হরিজন কলোনিতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন ভুক্তভোগীর মা কুশমী রাণী হরিজন, এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কুশমি রানী হরিজনের ভাতিজা আকাশ বাষ্পো।

সংবাদ সম্মেলনে কুশমী রাণী বলেন, কলোনির বাসিন্দা গাবুল হরিজনের ছেলে রানা হরিজন ইতোপূর্বে ২ টি বিয়ে করেছে এবং তাদের সংসারে একাধিক সন্তানও রয়েছে।

কুশমী রাণী বলেন, তিনি তার দুই মেয়েকে উচ্চ শিক্ষিত করে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করতো। স্কুলে যাওয়া-আসার সময় মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতো রানা হরিজন। রানা আখাউড়া ইউএনও অফিসের কর্মচারী হওয়ায় সবার সাথে প্রভাব দেখাতো। ঘরে বউ থাকার পরও আমার মেয়েকে কু-প্রস্তাব দেয়ার পাশাপাশি বিয়ে করতে চেয়েছে রানা। এসব বিষয়ে সামাজিক সালিশে তাকে একাধিকবার সতর্কও করা হয়েছে।

কুশমী রাণী আরও বলেন, রানার অত্যাচারের কারণে পড়াশোনা বন্ধ করে মেয়েকে সম্প্রতি অন্যত্র বিয়ে দিয়েছেন। বিয়ের ১৪ দিন পর তার মেয়ে বেড়াতে এলে রানা ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে তার মেয়েকে নিয়ে উধাও হয়ে যায়। এ সময় নগদ ৯০ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকারও সাথে নিয়ে যায়।

রানার পিতা গাবুল হরিজন বলেন, আমার ছেলে ওই মেয়েকে নিয়ে পালিয়েছে সত্য। এখন কোথায় আছে আমরা কেউ জানি না। তবে খুঁজে বের করার চেষ্টা চলাচ্ছি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, খবর নিয়ে যতদূর জানা গেছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ে হওয়ার পরেও মেয়েটি তার প্রেমিক রানার হাত ধরে পালিয়েছে। তবে তাদের উদ্ধার করার জন্য পুলিশের একটি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, রানাকে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ প্রদান করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫