ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: হালদা নদীতে পড়ে নিখোঁজের ৭ ঘণ্টা পর প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৭ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাত আড়াইটায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার সীমান্তবর্তী সিদ্ধাশ্রম ঘাট এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত যুবকের নাম নুরু উদ্দিন মঞ্জু (৩০)। তিনি পাঁচপুকুরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় নাজিরহাট পৌরসভাধীন সুয়াবিল এলাকা থেকে একটি অনুষ্ঠানে যোগদান শেষে দুই বন্ধু তাজ উদ্দিন ও নুরু উদ্দিন মোটরসাইকেলযোগে হালদা নদীর ওপর নির্মিত অস্থায়ী কাঠের সেতু পার হতে গিয়ে মোটরসাইকেলসহ হালদা নদীতে পড়ে যান। স্থানীয়রা তাজ উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করলেও নুরু উদ্দিন নিখোঁজ ছিলেন। পরে নদীতে দীর্ঘ ৭ ঘণ্টা খোঁজাখুঁজির পর রাত আড়াইটার দিকে কাঠের সেতুর নিচ থেকে নিখোঁজ মঞ্জুর মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, নিখোঁজ যুবককে নদী হতেই মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনার পরপরই থানা পুলিশ এই নিয়ে যথেষ্ট তৎপর ছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available