• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২৮:০৬ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২৮:০৬ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কারাগারে থাকা স্বামীকে দেখতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ

১৭ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:১৭

কারাগারে থাকা স্বামীকে দেখতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা স্বামীকে দেখতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৭ এপ্রিল বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা দিন তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে।

অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী থানার পাইসকা ভাইনাগাও বাজার এলাকায়। তার স্বামীর বাড়ি নরসিংদী রায়পুরা মেথিকান্দি এলাকার, বর্তমানে এসে স্বামীর সঙ্গে রাজধানীর তেজগাঁওয়ে ভাড়া বাসায় বসবাস করত। স্বামী বর্তমানে একটি মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে।

গতকাল (বুধবার) রাত ৮টার দিকে কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে কারাগারের সামনে থেকে সিএনজিতে উঠে হাসনাবাদ যাওয়ার সময় সিএনজি ড্রাইভার ও সিএনজিতে থাকা যাত্রীবেশী আরো দুই যুবক মিলে তাকে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী নির্জন জায়গায় নিয়ে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করে ভোর রাতে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, এমন একটি ঘটনার অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী নারীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালীগঞ্জ ইয়াবাসহ মাদক কারবারি আটক
১৯ এপ্রিল ২০২৫ সকাল ১০:২৩:৫৬



গাজায় ইসরায়েলের হামলায় একদিনে নিহত ৬৪
১৯ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৪৪:৩০