জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয়কর্মী বেহেস্তী রহমান ঈদকে (২২) গ্রেফতার করেছে র্যাব।
১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ১৬ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে র্যাব-১ এর একটি দল তাকে গ্রেফতার করে জয়পুরহাট থানায় হস্তান্তর করেন।
গ্রেফতার বেহেস্তী রহমান ঈদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম সোলায়মান আলী ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী দম্পতির ছেলে বলে মামলায় উল্লেখ্য রয়েছে। বেহেস্তী রহমান ঈদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয়কর্মী।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সাথে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী অন্য মেয়ের সাথেও প্রেম করতেন। বিষয়টি জানার পর দুইজনের মধ্যে যোগাযোগ বন্ধ হয়। চলতি বছরের ৫ জানুয়ারি ওই মেয়ের বিবাহ হয়। এরপর বেহেস্তী ওই মেয়েকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের কয়েকদিন আগে ওই মেয়েকে কল করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার কথা বলেন। এতে ওই মেয়ে অসম্মতি জানায়। এরপর গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে গত ১৩ এপ্রিল এক মেয়ে বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদকে র্যাব-১ ঢাকায় গ্রেফতার করেছে। বুধবার রাতে পুলিশ পাঠিয়ে ঢাকা থেকে তাকে জয়পুরহাটে আনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available