স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমন প্রতারণার জাল বিছিয়ে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগীদের।
ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়ে এর প্রতিকার চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট।
জানা গেছে, পিয়ন মাহবুব আলম সুমন মৎস্য কর্মকর্তার চেয়ারে বসে নিজেই সেজেছেন কর্মকর্তা। লোকদের জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস প্রত্যেক দরিদ্র অসহায়দের দিবেন নগদ দুই লাখ টাকা এর জন্য দারিদ্র বিমোচন কর্মসংস্থান ব্যাংকে জমা দেওয়ার জন্য তাকে দিতে হবে ছয় হাজার টাকা। শতাধিক ব্যক্তির কাছ থেকে জনপ্রতি ছয় হাজার টাকা হাতিয়ে নিয়ে বিনিময়ে দিয়েছেন একটি করে এসএমএস।
সেখানে লেখা হয়েছে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা জমা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেল ঐ ব্যাংকে কারো নামে কোনো অ্যাকাউন্ট নেই। যে মোবাইল নম্বর দিয়ে মেসেজ দেওয়া হয়েছে সেটাও তাদের ব্যাংকের কোনো ব্যক্তির নয়। এভাবে সে একটি ইউনিয়ন থেকেই হাতিয়ে নিয়েছে প্রায় দশ লাখ টাকা। এতো গেল নগদ অনুদানের বিষয়। সকল দপ্তর তার হাতের আঙ্গুলে এমনটা দাবি করে পাঁচ লাখ টাকার সরকারি ঘর পাইয়ে দিবে বলে জনপ্রতি নিয়েছে দেড় লাখ টাকা করে।
দুধ দেয়া গাভী দেয়ার কথা বলে নিয়েছেন জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা। বাদ যায়নি মাতৃত্বকালীন, বিধবা, বয়স্ক ও খাদ্য ভাতার মত নানাবিধ ভাতার পসরা সাজিয়ে হাতিয়ে নিয়েছেন জন প্রতি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা। লোকজনের কাছে বিশ্বস্ততার জন্য নিজের পকেট থেকেই কয়েকজনকে দিয়েছেন নগদ অনুদান। আর এতেই তার প্রতারণার ফাঁদে পড়ে ভুক্তভোগীরা খুইয়েছেন লাখ লাখ টাকা। এতেও তিনি ক্ষান্ত হননি, সুমন কোটি টাকা হাতিয়ে নিয়ে দিব্যি অফিস করছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বিভিন্ন লোকের অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও কার্যত কিছু হচ্ছে না। তিনি সাংবাদিকদের জানান ওই পিয়ন বদলী হওয়ার জন্য জোর তদবির চালাচ্ছে। সে একটা প্রতারক।
ভুক্তভোগীরা প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন,আমি অভিযোগ পেয়েছি সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available