• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৫৩ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৫৩ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত

১৮ এপ্রিল ২০২৫ দুপুর ১২:০৮:৫২

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তের বিজিবি ক্যাম্প এলাকায় গত ১৬ এপ্রিল বুধবার  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল ইসলামের লাশ ফেরত দিয়েছে ভারত।

নিহত হাসিবুল ইসলাম ওই উপজেলার সিংগীমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

১৭ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাটগ্রামের জোংড়া ইউনিয়নের খারিজা জোংড়া সীমান্তের কাছে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ লাশ হস্তান্তর করে বাংলাদেশ পুলিশের কাছে। পরে তা তুলে দেওয়া হয় পরিবারের নিকট।

বৃহস্পতিবার মধ্যরাতে জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামে নিহতের লাশ পৌঁছলে সেখানে জড়ো হওয়া অসংখ্য মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। এসময় কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনরা। নামাজে জানাজা শেষে রাত দুইটার দিকে লাশের দাফন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত হাসিবুল ইসলামের মাথা ও মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন ছিল। হাসিবুল বুধবার দুপুরের দিকে সিংগীমারী সীমান্তের জমিতে গরুর জন্য ঘাস কাটার সময় বিএসএফের একটি টহলদল বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে তাকে গুলি করে। পরে রাইফেল দিয়ে অসংখ্যবার আঘাত শেষে তাকে টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যায়। ওইদিন বিকেলের দিকে কোচবিহার মেডিকেল কলেজে সে মারা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেফতার
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২০:৪০