আমতলী(বরগুনা)প্রতিনিধি: আমতলী-পুরাকাটা পায়রা নদীর খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় খেয়া নৌকার ৩ মাঝিকে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছে আমতলী উপজেলা নির্বাহী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আশরাফুল আলম।
২১ মে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আশরাফুল আলম, ৩ খেয়া নৌকার মাঝিকে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
জেলা পরিষদের মুল্য তালিকা চার্টে খেয়া পারাপারে জন প্রতি ভাড়া ২০ টাকা নির্ধারিত থাকলেও খেয়ার মাঝিরা ২৫ টাকা আদায় করতেন। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পায়রা নদীর খেয়াঘাটে অভিযান পরিচালনা করে। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় খেয়া নৌকার মাঝি খলিলুর রহমান তালুকদার, সিদ্দিকুর রহমান হাওলাদার ও শহীদুল ইসলাম খানকে ১০ দিনের কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available