নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মালামালসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী সদর থানা পুলিশ। ২১ মে রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। আটকরা সবাই আদালতে স্বিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতার ব্যাক্তিরা হলেন, জেলা শহরের পূর্বকুখাপাড়া এলাকার শরিফুল ইসলাম শরিফ ওরফে পিচ্চি, রেজাউল হক বাদল ওরফে রেজবুল, রোমান ইসলাম ওরফে রুমন ও সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর আদানীর মোড় এলাকার মো. আলিফ। ২০ মে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
জানা যায়, গত ১৩ মে শহরের থানাপাড়া এলাকার হাবিবুর রহমানের ৩ তলা বাড়ির তালা ভেঙ্গে বিভিন্ন মালামাল চুরি করে তারা। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলমের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ১ টি ল্যাপটপ, ১ টি এলইডি টিভি, ২ টি মোটর পাম্প, ১ টি মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার
মালামাল উদ্ধার করা হয়।
২১ মে রোববার বিকেলে নীলফামারী সদর থানায় প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর পিপিএম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available