• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:৫০ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:৫০ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ জন ভারতীয় নাগরিক আটক

১৯ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৮:২০

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ জন ভারতীয় নাগরিক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৬৯ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় ৩ জন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি, এছাড়াও পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ কেজি গাঁজা ও ৪৮৫ পিস ইয়াবা আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি।

১৮ এপ্রিল শুক্রবার দুপুর সাড়ে ৩ টার দিকে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চরচিলমারী এলাকার  ৮৪/২ সীমান্ত পিলার সংলগ্ন ডিগ্রীরচর এলাকার মো. মহেশ উদ্দিন মণ্ডলের ছেলে মো. নিজাম মন্ডল (৪৫) এর বাড়িতে অভিযান চালিয়ে ভারতের মুর্শিদাবাদ এলাকার মো. জুয়েল মন্ডল (২৫), মো. রাকিবুল মন্ডল (৩৫), ও মো. বাপন মন্ডল (৩২) কে ৬৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় বাংলাদেশি নাগরিক মো. নিজাম মন্ডল (৪৫) ও মো. শরিফ মন্ডল (২৫) পালিয়ে যায় বলে বিজিবি সূত্রে জানানো হয়।

বিজিবি সূত্রে আরো জানান, হাটপাড়া এলাকায় মালিকবিহীন ভারতীয় ১৪ কেজি গাঁজা ও চরচিলমারী আকন্দপাড়া এলাকায় বিজিবির অভিযানে আরো ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ২২ হাজার ১'শ টাকা।

আটক ভারতীয় চোরাচালানকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকবিরোধী আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দ করা মাদক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন মাদক স্টোরে সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টঙ্গীর ২ শিশুকে হত্যা করেছেন তাদের মা: পুলিশ
১৯ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:১১